
চাকরি পুনর্বহালের দাবিতে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা।
সোমবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে অবস্থান নেন।
কর্মসূচি থেকে অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা।
কর্মসূচিতে অংশ নেওয়ারা জানান, কোনো নোটিশ ছাড়াই গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর ফলে আজ সকাল থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানান আন্দোলনকারীরা।
Comments