Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, খাসি জনগোষ্ঠীর নেতা জিডিসন প্রধান সুচিয়াং, মনিপুরী জনগোষ্ঠীর নেতা হিরন্ময় সিংহ প্রমুখ।