Image description

মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে ভজন (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছায়াবীথি সড়কের পাশেই তার গলাকাটা মরদেহ ফেলে রেখে যায় ঘাতকরা।

ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে। তিনি একজন কলা ব্যবসায়ী। 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, ভজন নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে তদন্ত করে জানানো যাবে। অটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের চাচাতো ভাই রথিন গুহ জানান, রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথী সড়কে ভজন গুহকে কে বা কারা গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।