Image description

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মংচিংনু মারমার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা শিক্ষা প্রকৌশলী অপূর্ব সরকার, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, দৈনিক মানবকণ্ঠের সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমানসহ  স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনা সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা এবং সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সন্দ্বীপের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এই আয়োজন সন্দ্বীপে সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক জাগরণে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানটি সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।