
কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ সকালে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিলে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বাংলা বাজারের দরগাহপাড়া এলাকায় মারসা পরিবহন নামের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং বাসের গতিও ছিল বেপরোয়া। এ কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলের মধ্যে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও আলী আহমদ জানান, বাসটির গতি অনেক বেশি ছিল এবং এতে অনেক পর্যটক ছিলেন। তবে আহতদের মধ্যে কতজন পর্যটক, তা তাঁরা নিশ্চিত নন।
রামু হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments