Image description

গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায় তাকে শ্রীপুর থানা থেকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্ট থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তারর করা হয়।

নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা এলাকার ছুটি রিসোর্টে ওই নেতার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যেগদান করেন জর্জ। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শ্রীপুর থানা পুলিশ ওই রিসোর্ট থেকে গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করে। সে ছাত্রজনতার আন্দোলনের হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ওইসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেককে আসামি করা হয়।