Image description

সমন্বয়কদের পরিচয়ে চাপ সৃষ্টির কারণে পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। সম্প্রতি একটি ফেসবুক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন। 

মোস্তফা ফিরোজ বলেন, ‘আমি নাম উল্লেখ করব না কিন্তু রাজধানীর একটি থানার ওসি আমাকে বলেছেন-ভাই আমরা কোনো কাজ করতে পারছি না। সন্ধ্যার পর থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কিছু তরুণ এমন প্রেশার (চাপ) সৃষ্টি করে; নানারকম তদবির, একে মারো, ওকে ধরো, তাকে ছেড়ে দাও এমন চাপ দিতে থাকে।

আমরা কাজ করতে পারি না। তারা ফোন করতেই থাকে, ফোন না ধরলে দলবল নিয়ে থানায় চলে আসে।’ ঢাকার বাইরে সিরাজগঞ্জের এক থানার ওসি একই কথা বলেছেন বলে জানান মোস্তফা ফিরোজ।