Image description

রাজধানীর কলাবাগানে ছয়তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। তার বাবার নাম মৃত এ জেড এম রহিম উল্লাহ চৌধুরী।

আবিদের মামা রকিবুল কামাল বলেন, ভাগিনা আবিদ গত রাতে ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সে নিজে লাফিয়ে পড়েছে, না কেউ তাকে ফেলে দিয়েছে—বিষয়টি এখনো আমাদের কাছে রহস্য থেকে গেছে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসকরা জানান আমার ভাগিনা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।