Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যখন সাার দেশে যখন শোকের ছাড়া নেমে এসেছে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন। 

লাইভে তিশা বলেন, ‘আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোন ভর্তি করাবো, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।’

তিশার ভাষ্যে, ‘আমি আসলে কী করবো, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। এখন পর্যন্ত ২৭ জন নিহতের মধ্যে ২৫ জন শিশু বলে জানা গেছে।