Image description

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশটি কয়েকদিন আগের। মরদেহে পচন ধরেছে এবং ফুলে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে হাসপাতালের স্টাফরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অবহিত করলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়। তবে রাত বেশি হওয়ায় তখন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে আমরা কাজ করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির বলেন, রাত ১২টার দিকে আমার স্টাফরা দুর্গন্ধের কথা জানালে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পুলিশ এসে ঘটনাস্থল দেখে জানায়, সকালে মরদেহ উদ্ধার করা হবে। পরে সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরিদপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।