
নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল বলেছেন, ‘ইউনূস সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাল কাজ না করলেও, সরকারের প্রেস উইং ভাল কাজ করছে। ড. মুহাম্মদ ইউনূস প্রেস রিলেশনকে বা প্রোপাগান্ডাকে খুব গুরুত্ব দেন। যে কারণে এই সরকারের একটা মাত্র ডিপার্টমেন্ট ভালো করছে। এ থেকেই বুঝা যাচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের প্রায়োরিটি কোথায়।
আমার মনে হয় শফিকুল আলম বাংলাদেশের বেস্ট প্রেস সচিব।’ সম্প্রতি দ্য পোস্টের ‘সেই প্রশ্ন রেখে গেলাম’ অনুষ্ঠানের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রেস সচিবের যে কাজ প্রোপাগান্ডা ছড়ানো, জনমতকে ম্যানুপেলেট করা, ব্রিটেনে যাকে বলে স্পিন মাস্টার; শফিকুল আলম ইজ এ টেক্সট বুক স্পিন মাস্টার। এটা আমি খুব পজিটিভলি বলতেছি।
ওনার (শফিকুল আলম) যে কাজ, যার জন্য ড. ইউনূস তাকে হ্যায়ার করেছে এবং যে কারণে বেতন দেন। ওই কাজটা শফিকুল আলম খুব ভালো করে করতেছেন।’
তাসনিম খলিল বলেন, ‘জার্নালিস্টের কাজ সত্য বলা, মবকে মব বলা, প্রেসার গ্রুপকে প্রেসার গ্রুপ বলা, এগুলো সাংবাদিকের কাজ। প্রেস সচিবের কাজ হলো, সত্য কথা যখন তার বসের জন্য সমস্যাজনক হয়ে যাচ্ছে তখন সেটাকে স্পিন করে ফেলবেন। তিনি অন্য কিছু একটা নিয়ে আসবেন।’
তিনি আরো বলেন, ‘ড. ইউনূস ভালো স্টোরি টেলার, নিজের ব্যাপারে যে গল্পগুলো বলেন, তিনি চমৎকার গল্প বলেন এবং গল্প বলতে খুব পছন্দ করেন। অন্তঃসার শূন্য গল্প বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন তিন শূন্য, দ্রারিদ্রকে জাদুঘরে গিয়ে দেখব। ওই গল্প এখন নাই।
এখন তিন শূন্য পৃথিবী বলতেছে। সামনে আশা করি নতুন কিছু পাব আমরা।’
Comments