
আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এর আগে ফুটবলের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনার চিন্তা করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)। আলোচনায় রয়েছে পেনাল্টির নিয়মও।
বর্তমানে প্রথম শটে মিস করার পর আবার শট নিতে পারেন ফুটবলাররা। অফিশিয়ালরা মনে করেন, নিয়মটি চালু হলে পেনাল্টি পাওয়া দল অন্যায় সুবিধা পাবে না। পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপরে কিংবা পেছনে থাকতে হয়। ফিরতি বলে আবারও শট নেয়াকে পেনাল্টি ঠেকানো দলের জন্য দ্বিগুণ শাস্তি বলে মনে করেন ফুটবলবোদ্ধারা।
কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে, প্রথম শটে গোল না হলে খেলা আবার শুরু হবে গোলকিক দিয়ে, ফিরতি বলে আর শট নেওয়া যাবে না। প্রস্তাবটি পাশ হলে ২০২৬ বিশ্বকাপে দেখা যেতে পারে নতুন এই নিয়ম।
শুধু পেনাল্টিই নয়, ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে আইএফএবির। কর্নার, দ্বিতীয় হলুদ কার্ড কিংবা বিতর্কিত মুহূর্তে রেফারির সিদ্ধান্তে সাহায্যের জন্য নির্দিষ্টভাবে ভিএআর ব্যবহারের চিন্তা করা হচ্ছে।
Comments