
গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর অমর শহীদদের স্মরণে গাজীপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে মৌন মিছিল এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিকেল ৪টায় শিববাড়ি মোড় থেকে এক বিশাল মৌন মিছিল শুরু হয়ে ধান গবেষণা ইনস্টিটিউট প্রদক্ষিণ করে আবার শিববাড়ি মোড়েই শেষ হয়। মিছিল শুরুর আগে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র নেতা আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, আ ফ ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, প্রভাষক বশির আহমেদ, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবির রাজু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক দেলোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম, যুবদলের মাহমুদুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের শাহাদাত হোসেন শাহীন, ছাত্রদলের রূহানুজ্জামান শুকুর, কৃষকদলের আতাউর রহমান ও রোকনুজ্জামান উজ্জল প্রমুখ।
এদিকে একই দিনে বিকেলে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগেও শহীদদের স্মরণে আরেকটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।
মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক মিলন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের হাসিবুর রহমান মুন্না, যুবদলের আতাউর রহমান মোল্লা, মহিলা দলের জান্নাতুল ফেরদৌসি ও ছাত্রদলের ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ ইব্রাহিম, সদস্য সচিব হাফেজ খোকন বিশ্বাসসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে।”
Comments