Image description

বিএনপি নেতার গলায় ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুরুজ উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় সুরুজ উদ্দিন আহমেদ মালা পরিয়ে দিচ্ছেন। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনা শুরু হলে তার এমন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন।

সুরুজ উদ্দিন আহম্মেদ এর আগে ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। শরীয়তপুরের নাওডোবা বাজারের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেওয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে ওই সময় তিনি সাময়িক বরখাস্ত হন। পরে তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়।
বিষয়টি নিয়ে পরিদর্শক সুরুজ উদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি নেতা রিপনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। একটি মামলার তদন্তে সেখানে গিয়েছিলেন। উপস্থিত লোকজন মালা পরাতে না পারায় তিনি পাশে বসে সহায়তা করেছেন।
তবে জেলা পুলিশ প্রশাসন এ যুক্তি মেনে নেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।