
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় তিন ছেলে মেয়ের পর মারা গেলেন বাবা রিপন (৪০)। এ নিয়ে ঘটনাটিতে দগ্ধ চারজন মারা গেল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় রিপন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। সোমবার রাতে মারা গেছে তাদের দেড় বছরের বোন আয়েশা। ও বুধবার সকালে মারা যায় তামিম।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে নিজে ইচ্ছাকৃতভাবে বাড়ি চলে গেছে।
এরআগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, তিন ছেলে মেয়ের মৃত্যুর পর মা চাদনী আর হাসপাতালে থাকতে চায়নি। এই অবস্থায় গত বুধবার ইচ্ছাকৃত ভাবে গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে তিন ছেলে মেয়ের দাফন দেওয়া হয়।
Comments