
গোপালগঞ্জে চলমান কারফিউ শনিবার ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়া দুই ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফিউ জারি ছিল। আজ শুক্রবার তা আরও বাড়িয়ে শনিবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। পরে সংঘর্ষের জেরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করা হয়। যা ওই দিন রাত ৮টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত চলমান ছিল।
শুক্রবার সকাল থেকেই শহরের রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হননি। তবে জীবিকার তাগিদে কিছু শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ভ্যানচালকদের দেখা গেছে রাস্তায়। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ যদিও শহরের কাঁচাবাজার ও পাইকারি দোকানগুলোতে কিছুটা জনসমাগম লক্ষ্য করা গেছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি তেমন চোখে পড়েনি।
স্থানীয় বাসিন্দারা জানায়, প্রশাসনের টহল কিছুটা শিথিল হলেও শহরের পরিবেশ এখনো থমথমে।
Comments