Image description

ভাইটালিটি ব্লাস্টে রোমাঞ্চকর এক ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ১১ ছক্কা ও ১১ চারে সাজানো ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের নাম লেখালেন ইতিহাসে।

হ্যাম্পশায়ারের দেওয়া ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি এসেক্সের। মাত্র ৩৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে তিন নম্বরে নামা কক্স একাই ম্যাচ ঘুরিয়ে দেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে হ্যাম্পশায়ারের বোলাররা ছিল পুরোপুরি ব্যতিব্যস্ত।

শেষ পর্যন্ত ৬০ বলে ১৩৯ রানে অপরাজিত থেকে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে এসেক্সকে এনে দেন দারুণ এক জয়। কক্সের এই ইনিংসটি ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো উইকেটরক্ষক ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিল ফিল সল্টের ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৯ রান করেছিলেন তিনি।

তবে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে এখনও সবচেয়ে বড় ইনিংসটির মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রান করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কক্সের। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। টেস্ট দলে ডাক পেলেও চোটের কারণে অভিষেক হয়নি তার। তবে ভাইটালিটি ব্লাস্টে এই অনবদ্য পারফরম্যান্স নতুন করে তাকে জাতীয় দলের আলোচনায় নিয়ে আসতে পারে।