
ভারতের রাজধানী নয়াদিল্লি ও বেঙ্গালুরু শহরের ৬০টিরও বেশি স্কুল শুক্রবার সকালে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। দিল্লির ২০টি ও বেঙ্গালুরুর ৪০টি স্কুল এই হুমকি পায়। তবে এখন পর্যন্ত সব হুমকিকে ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে পুলিশ।
দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফায়ার সার্ভিস বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। নিরাপত্তার স্বার্থে সব স্কুল খালি করে তল্লাশি চালানো হয়। দুপুর পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। হুমকি ইমেইলে লেখা ছিল, ‘আমি কয়েকটি বিস্ফোরক (ট্রাইনাইট্রোটলুইন) ক্লাসরুমে রেখে দিয়েছি, যা কালো প্লাস্টিক ব্যাগে ‘দক্ষতার সঙ্গে’ লুকানো আছে। আমি তোমাদের সবাইকে পৃথিবী থেকে মুছে ফেলব। কেউ বাঁচবে না। আমি খুশিতে হাসব যখন টিভিতে দেখব, বাবা-মায়েরা স্কুলে এসে তাদের সন্তানের ছিন্নভিন্ন দেহ দেখে কান্নায় ভেঙে পড়বে।’ বার্তার শেষে লেখা হয়: ‘তোমরা সবাই কষ্ট পাওয়ারই যোগ্য। আমি আমার জীবনকে ঘৃণা করি। খবর দেখার পর আমি আত্মহত্যা করব- গলা কেটে ও কবজি কেটে নিজেকে শেষ করব।’ খবর এনডিটিভির।
হুমকি-বার্তায় আরও উল্লেখ রয়েছে যে, ‘প্রেরকের নিজের স্কুলজীবন ছিল যন্ত্রণাদায়ক এবং মানসিক চিকিৎসা থেকেও সে কোনও সহানুভূতি বা সহায়তা পায়নি।’
আমার কখনোই প্রকৃত সাহায্য করা হয়নি। মনোরোগ চিকিৎসকরা শুধু ওষুধ খাওয়ায়, কিন্তু ওষুধ শরীরের ক্ষতি করে, ওজন বাড়ায়। এসব কোনো চিকিৎসা নয়, মানুষকে ভুল বোঝানো। আমি জীবন্ত প্রমাণ- এসব কাজ করে না। তোমরা সবাই শাস্তি পাওয়ারই যোগ্য।’
দিল্লির রোহিনির 'অভিনব পাবলিক স্কুল' এবং পশ্চিম বিহারের 'রিচমন্ড গ্লোবাল স্কুল'-সহ বেশ কয়েকটি স্কুল বারবার এই ধরনের হুমকির মুখে পড়ছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারা হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগত বিশ্লেষণ করছে। এখনও পর্যন্ত সব হুমকি ‘হোয়াক্স’ বা ভুয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে কোনও ঝুঁকি না নিয়ে প্রতিটি স্কুলে সতর্কতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এটি দিল্লিতে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো স্কুলগুলোতে বোমা হামলার ভুয়া হুমকি। এমন ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Comments