
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এ কোনো ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য একটাই, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে লাল চাঁদ সোহাগকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে মিছিলটি বিজয়নগর দিয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠিক হওয়ার পরের থেকে ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে। যখন লন্ডনে বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান নিশ্চিত করে ফেলেছেন যে এবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। যে সিদ্ধান্ত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন চাই। আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের খাওয়া-পরার ব্যবস্থা ও চাকরির সংস্থান করতে চাই। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা যেন কারও পাতানো ফাঁদে পা না দিই। তারা চেষ্টা করছে আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই।
বিএনপি মহাসচিব বলেন, যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু। যারা দেশের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু। তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। আমি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাকে, যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল-অশ্রাব্য কথা বলেছেন।
তিনি আরও বলেন, ইস্পাতকঠিন দৃঢ় ঐক্য নিয়ে ১৫ বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি; সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
Comments