
জাতীয় সংসদের কোনো আসনে নির্বাচন সংক্রান্ত গুরুতর অনিয়মের ক্ষেত্রে শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকার ইসিকে এই বিষয়ে পূর্বের ক্ষমতা ফিরিয়ে দেবে।
ইসি সানাউল্লাহ বলেন, "অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির দায়ে আমাদের শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি।"
উল্লেখ্য, গত ১৯ মে ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছিল, যেখানে ইসিকে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টাও নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে কেন্দ্র নয়, পুরো আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিতে আইনের দিকটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এর ফলে ইসির ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে।
Comments