Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় শুক্রবার বিকেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার লতিফপুর পশ্চিমপাড়া এলাকার ইমন আলীর ছেলে নুরুল হক (৪৫)

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার স্বামীসহ কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের লতিফপুর তার ভাইয়ের ভাড়া বাড়িতে বেড়াতে আছেন । গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বিদ্যুৎ না থাকার সুযোগে ওই বাড়ির মালিক নুরুল হক ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতেই তার স্বামী ও ভাই বাড়িতে আসলে বিষয়টি জানালে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এস আই হারুন অর রশিদ জানান,অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।