
হত্যাচেষ্টা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের পদোন্নতির প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার দুপুর ৩টার দিকে বিক্ষোভ শুরু করে তারা। পদোন্নতি বোর্ড স্থগিতের পর বিকেল সাড়ে ৫টায় তালা খুলে দেওয়া হয়।
এর আগে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় ভেতরে আটকা পড়েন ভিসি-প্রোভিসিসহ পদোন্নতি বোর্ডের সদস্যরা। এসময় ভবনের সামনে শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পরে শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের কক্ষে ঢুকে পদোন্নতি বোর্ড বসানোয় ক্ষোভ জানায়। এসময় পুরো কক্ষে হট্টগোল তৈরি হয়। সেসময় কুশল বরণ চক্রবর্তী সেখানে উপস্থিত থেকে আগত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করলে তাঁকে থামিয়ে দেন দুই উপ-উপাচার্য।
পদোন্নতির প্রক্রিয়ায় থাকা শিক্ষকের নাম কুশল বরণ চক্রবর্তী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘কুশল বরণের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বোর্ড স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর হেফাজত ইসলামের কর্মী এনামুল হককে আদালত প্রাঙ্গণে হামলা করার মামলার ২০তম আসামি কুশল বরণ চক্রবর্তী।
Comments