Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন যে, রাজনীতিবিদরা চোর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা 'মহাচোর'। তিনি অভিযোগ করেন, ১৪ হাজার টাকা বেতনের কর্মচারীও ঢাকা শহরে দুটি বাড়ি বানাচ্ছেন এবং বিদেশে ছেলে-মেয়েকে পড়াচ্ছেন। এই ঘটনায় একজন মন্ত্রী হলে বলে রাজনীতিবিদরা চোর। আপনি যে মহাচোর, সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন?" তিনি এই 'মহাচোরদের' জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে 'তৃণমূল নাগরিক আন্দোলন' আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বাদ না দেওয়ার দাবির বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। বিএনপির এই নেতা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচনে আমলাতন্ত্র, বিশেষ করে ডিসি, এসপি, ইউএনওরা 'দিনের ভোট রাতে' করতে সহায়তা করেছে। তিনি অভিযোগ করেন, এই কর্মকর্তারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এবং অনেকে পদোন্নতির জন্য দৌড়ঝাঁপ করছেন। 

তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং প্রশাসনের মধ্যে 'আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছে', তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।