Image description

দেশে নতুন করে চাঁদাবাজি ও সন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম?" শুক্রবার (৪ জুলাই) পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, তাদের প্রত্যাশা ছিল একটি নতুন, ইনসাফ ও শান্তির ভিত্তিতে দেশ গড়া, যা হবে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত। তিনি আরও বলেন, "ফ্যাসিস্টের পতনের পর আবারো নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক শুরু হয়েছে। যুবসমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম।"

এনসিপির এই নেতা জানান, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল হিসেবে তারা জনগণের কথা বলতে চায় এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়। তিনি আটোয়ারীসহ বাংলাদেশের প্রতিটি উপজেলাকে বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভোটারদের উদ্দেশে বলেন, টাকা দিয়ে ভোট বিক্রি না করতে। তিনি বলেন, "আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনো দিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে।"