Image description

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এই বিপর্যয়ে শত শত কোটি রুপিরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। শুক্রবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬৩ জন মারা গেছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সরকারি হিসাবে প্রায় ৪০০ কোটি রুপির সম্পদের ক্ষতি হয়েছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মান্ডি, যেখানে ১৭ জন মারা গেছেন ও কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছেন।

এই পরিস্থিতিতে রাজ্যের সব জেলায় আগামী ৭ জুলাই (সোমবার) পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ৫০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ৫০০টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার অচল হয়ে পড়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন। খাদ্য সংকটও দেখা দিয়েছে, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডি.সি. রানা বলেছেন, "আমাদের সিস্টেমে ইতোমধ্যে ৪০০ কোটির ক্ষয়ক্ষতির হিসাব উঠেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি। আমরা এখন জীবন রক্ষায়, উদ্ধারকাজে ও পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি।"