Image description

আনুপাতিক ভোট (পিআর) আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আজ বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আনুপাতিক ভোট পদ্ধতির তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘আনুপাতিক ভোটের প্রয়োজন কী? এই ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না, নেতৃত্বের বিকাশও হবে না। আমরা চিরায়ত গণতন্ত্রের পক্ষে, যেখানে বৈধ ভোটাররা ভোট দিয়ে নিজের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবে।’

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘এক চক্ষু বিশিষ্ট দানবকে বিদায় করা হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতা লড়াই করে এ দেশ ১৬ বছরের ভয়াবহ দিন পার করছে। সেই ১৬ বছর তরুণরা বাসায় ঘুমাতে পারেনি। হত্যা-গুম করেছে বিএনপিসহ অনেক মানুষকে। আমাদেরকে ১৬ বছর পাড়ি দিতে হয়েছে। শেখ হাসিনার হাত থেকে কেউ রক্ষা পায়নি। রক্ত দিয়েছে আবু সাঈদ।’ 

রিজভী আরও বলেন, ‘একজন মানুষ দীর্ঘদিন মানুষের পাশে থেকে নেতা হয়েছেন, অথচ আনুপাতিক ভোটে তাকে নয়, দলকে ভোট দিতে হবে। এরপর দল থেকে বাছাই করে এমপি ঘোষণা করা হবে-এটি আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে। যেখানে প্রায় ১২ কোটি ভোটার রয়েছে, সেই ১৮ কোটি মানুষের দেশে কেন এমন ভোট পদ্ধতির কথা বলা হচ্ছে? যে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বছরের পর বছর কারাবরণ করেছে, সেই গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ।’