Image description

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান মিখাইল গুডকভ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেন সীমান্তে কুরস্কে অভিযানের সময় গুডকভ নিহত হন। রুশ নৌবাহিনীর এই কর্মকর্তা ২০০০ সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৩ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ‘হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন’ উপাধিতে ভূষিত করেন-যা ক্রেমলিনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।

ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে নিহতদের মধ্যে গুডকভ হচ্ছেন রাশিয়ার সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তাদের একজন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নিউজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের ২ জুলাই কুরস্ক অঞ্চলের একটি সীমান্ত এলাকায় যুদ্ধ অভিযানের সময় মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুডকভ নিহত হন।