Image description

গত বছরের জুলাই মাসে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও অ্যামুনেশনের ৮০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সেনা সদরের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় আরও জানানো হয়, মবের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনী, ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষে আজ ব্রিফিংয়ে ছিলেন সেনাসদরের মিলিটারি অপারেশনসের ডাইরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজ ভোরে কেএনএফের দুজন সদস্যের মৃত্যু হয়েছে, অভিযান চলমান।

সেনা সদর থেকে জানানো হয়, বিগত মাসের চেয়ে মব কমেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোর গ্যাংয়ের ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক সিইসিকে মবের মাধ্যমে হেনস্তাকারী ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, তবে তাদের জামিনে আসার বিষয়ে কিছু করার নেই।

যেসব সেনা সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলমান এবং প্রমাণিত হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানায় সেনা সদর। ব্রিফিংয়ে বলা হয়, গুমের শিকার পরিবার সহযোগিতা চাইলে তা করতে প্রস্তুত সেনাবাহিনী।