
দেশে বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এমনকি রাজধানীতেও বৃষ্টির পরিমাণ কম। তবে, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। এই বৃষ্টি টানা চারদিন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে, যা কৃষিকাজ এবং গরম আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
এতে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, বর্ষাকালে প্রতিদিন দেশে কোথাও না কোথাও বৃষ্টি হয়। তবে ৫ জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও বৃষ্টিপাত কম হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইলে। গতকাল বুধবার সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।
Comments