Image description

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ঐতিহাসিক এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ধ্বংসপ্রায় ভাওয়াল রাজ কাচারি বাড়ি। ১৯১০ সালে নির্মিত এই প্রাচীন ভবনটি এক সময় ছিল ভাওয়াল রাজবংশের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আজ তা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অযত্ন-অবহেলায়।

এই ১১৫ বছরের পুরনো ভবনের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। সময়ের সাথে সাথে ভবনের প্রায় ৮০ ভাগই ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল থেকে ঝরে পড়ছে প্লাস্টার, খিলানসম দরজাগুলোর অলংকরণ বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও ছাদ ভেঙে পড়েছে, আর পুরো কাঠামোটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।

এ প্রসঙ্গে ভবনের পাশেই অবস্থিত পূবাইল ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. আরিফ উল্লাহ বলেন,স্থাপনাটির ব্যাপারে আমি ডিসি স্যারের সাথে কথা বলেছিলাম। এর যে অবস্থা, এটা সংস্কার করাও কঠিন। তবে এটুকু বলতে পারি, এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটিকে হয় দ্রুত সংস্কার করতে হবে, নতুবা নিরাপত্তার স্বার্থে ভেঙে ফেলা প্রয়োজন।

ইতিহাসপ্রেমীরা মনে করেন, এই ভবনটি কেবল একটি পুরনো কাঠামো নয়, এটি পূবাইল অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ স্মারক। যদি যথাসময়ে ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কখনোই জানতে পারবে না ভাওয়াল রাজবংশের সাংস্কৃতিক ও প্রশাসনিক অবদান সম্পর্কে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ভবনটিকে সংরক্ষণ ও সংস্কার করে পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। এতে যেমন ইতিহাস সংরক্ষিত হবে, তেমনি স্থানীয় পর্যটন শিল্পেরও উন্নয়ন হবে।

স্থানীয়রা বলছেন,ভাওয়াল রাজ কাচারি বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের অংশ। সময় এসেছে ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার। না হলে, ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে যাবে আরেকটি মূল্যবান স্মারক।