
তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা।
বাংলাদেশ সময় ৩টায় শুরু হওয়া ম্যাচের শুরুতে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান কুশাল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালঙ্কা।
চতুর্থ উইকেটে ৭৭ বলে ৬০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান স্পিনার তানভির আহমেদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিফটির আগেই ফেরেন কুশাল মেন্ডিস। তিনি ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফেরেন।
জেনিথ লিয়ানজিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৬ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১২৬ রান।
৫৬ও ১৪ রানে ব্যাট করছেন আসালঙ্কা ও জেনিথ।
Comments