জাতীয় হিফজুল প্রতিযোগিতায় দেশসেরা যুবায়েরকে ফুল দিয়ে বরণ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোড়াউন্দ ছিদ্দিকিয়া আয়েশা ও নেসাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ যুবায়ের আহমেদ প্রথম স্থান অর্জন করায় বারহাট্টার সর্বস্থরের মানুষ ১ জুলাই মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় বারহাট্টা ফায়ারসার্ভিস অফিস এলাকায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
এই সময় বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, গোড়াউন্দ ছিদ্দিকিয়া শামসুল হুদা এতিমখানার সভাপতি আবুল খায়ের আকন্দ টিটু, হেফাজতে ইসলাম এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জসিমউদদীন তালুকদার, জাসাস এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল হক ফারুক, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, বনিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
গোড়াউন্দ ছিদ্দিকিয়া আয়েশা ও নেসাব হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুল হালিম সালমান বলেন গত ২৮ জুন ১০ পাড়ার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ পাড়ার ফাইনালে প্রথম হয় আমাদের মাদ্রাসার শিক্ষার্থী মোঃ যুবায়ের আহমেদ। যুবায়ের আহমেদের বাবার নাম আলী আকবর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
জানা যায় সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগিতা মোট তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments