বিদেশিদের কাছে হস্তান্তরের আগে 'নিজস্ব ব্যবস্থাপনায়' চলবে চট্টগ্রাম বন্দর

বিদেশি অপারেটরদের কাছে দেওয়ার আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। মঙ্গলবার (১লা জুলাই) অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, "চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে আমাদের একটি সিদ্ধান্ত আছে।" তিনি আরও উল্লেখ করেন যে, এই অর্থবছরের মধ্যেই নির্বাচনের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট দিয়েছে।
বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর তিনদিন বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
সাখাওয়াত হোসেন আরও জানান, বন্দর পরিচালনা কারা করবে, সেই সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই নেবে। তিনি বলেন, "এখন যেটা হচ্ছে, এটা বন্দর সিদ্ধান্ত নেবে কারা করবে। ডিপিএম হবে ৬ মাসের জন্য।" আগামীকাল বুধবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments