
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, তার বর্তমান দায়িত্ব শেষ হলে তিনি আর রাজনীতিতে যোগ দেবেন না। বরং, তিনি সাংবাদিকতা ও লেখালেখির জগতে পূর্ণোদ্যমে ফিরে যেতে চান। বুধবার(২ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই ইচ্ছার কথা জানান।
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন যে, কিছু বন্ধুর ধারণা তিনি হয়তো কোনো বড় বা সদ্য গঠিত রাজনৈতিক দলে যোগ দেবেন। এই ধারণাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই। একজন এমপি বা রাজনৈতিক ‘বিগ শট’ হয়ে যে ধরনের জীবনযাপন করতে হয়, তাতে আমার কোনো আগ্রহ নেই।" তিনি মনে করেন, বাংলাদেশে রাজনীতি করে ভালো থাকা মানেই দুর্নীতির পথে যাওয়া, যে পথে তিনি হাঁটতে চান না।
সাংবাদিকতা ও লেখালেখির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, "আমার কিছু বই লেখার পরিকল্পনা আছে। আমি চাইলে সারা জীবন শুধু জুলাই বিপ্লব নিয়েই লিখে যেতে পারি।" এই বিপ্লবকে তিনি "জীবনে এত স্বতঃস্ফূর্ত, সাহসী ও ব্যাপক রাজনৈতিক সংগ্রাম" হিসেবে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি আওয়ামী লীগের কিছু কর্মীর কাছ থেকে হুমকির সম্মুখীন হয়েছেন বলেও শফিকুল আলম জানান। তবে তিনি এটিকে "তাদের হতাশার বহিঃপ্রকাশ" হিসেবে দেখছেন, যারা "দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শেষ আশ্রয়টুকুও হারিয়েছে।"
সর্বশেষে, তিনি সৃষ্টিকর্তার ওপর তার পূর্ণ বিশ্বাসের কথা জানিয়ে তার "অন্তর্বর্তীকালীন জীবনের জন্য অধীর আগ্রহে" অপেক্ষার কথা উল্লেখ করেন।
Comments