Image description

নাটোরের বড়াইগ্রামে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এনসিপি নেতা নুহু ইসলাম সহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

আহত এনসিপি নেতা নুহু ইসলাম শ্রীরামপুর সরকার পাড়া মহল্লার বাসিন্দা এবং বড়াইগ্রাম উপজেলা এনসিপি'র যুগ্ম আহবায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামের রাস্তার জমি দখল নিয়ে এনসিপি নেতা নুহু ইসলাম ও তার সমর্থকদের সাথে স্থানীয় সেলিম হোসেন ও তার সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ সকাল ৯টার দিকে উভয় পক্ষ ওই জমিতে উপস্থিত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে নুহু ইসলামসহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে মুরাদ হাজী নামে এক বৃদ্ধের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।