Image description

গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৩৫৮ জনের শনাক্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন রোগটিতে একজনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।