Image description

সিন্ধু নদসহ অভিন্ন নদ-নদীর পানি পাকিস্তান পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মোদি বলেন, ‘প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে...পাকিস্তানি সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে।’

উল্লেখ্য গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে ভারত সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করে। এরপর থেকেই অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে আলোচনায় আগ্রহী। তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরোনো পানিবণ্টন চুক্তি মেনে চলতে হবে।

এদিকে, ভারতও সিন্ধু পানিচুক্তি সংশোধনের প্রস্তাব দিয়ে পাকিস্তানকে চিঠি দিয়েছে। মনসুর উসমান বলেন, ‘কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। পাকিস্তানের দৃষ্টিতে এ চুক্তি এখনো কার্যকর ও সক্রিয় আছে। জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ভারত যা-ই করুক, সেটা তাদের নিজেদের ঝুঁকিতে ও খরচে করতে হবে।’