
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফের সঙ্গে লেনদেন সুখকর নয়। তবে, তাদের চাপিয়ে দেওয়া কিছু নেয়নি সরকার। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরবর্তী নয় মাসে অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়ালেও এখনো সরকার চ্যালেঞ্জের সম্মুখীন।’ শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি। সুশাসন ফিরতে শুরু করে ব্যাংকিং খাতে। নতুন করে আশার আলো দেখেন বিনিয়োগকারীরা। তবে, এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। ইকোনমিকস অলিম্পিয়াডের অনুষ্ঠানেও সেই চ্যালেঞ্জের বিষয় উঠে এসেছে।
ব্যাংকাররা জানান, ব্যাংকে নতুন প্রশাসক বসানো ভালো উদ্যোগ। তবে, রাজনৈতিক অনিশ্চয়তা আবার সব কিছুকে ঝুঁকিতে ফেলবে, আশঙ্কাও তাদের।
সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘যে রেটে আমাদের ডলার দেয়, সেই রেটটা আবার বেড়ে গিয়ে আমদানিকারকের ওপর চাপটা বাড়বে। এই অনিশ্চয়তার মধ্যেও ভালো-মন্দ মিলিয়ে এক ধরনের অগ্রগতি হচ্ছে।’
এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতা গিয়ে নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করেন। যে কারণে পিছিয়ে যাচ্ছে সমাজ।’
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘আমাদের অর্থনীতির আকার বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে এবং তার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মানের সূচকের দিক দিয়ে আমরা বেশ কিছু অগ্রগতি করতে পেরেছি। কিন্তু অর্থনীতির যে উন্নতি হয়েছে তার সঙ্গে যে সবসময় সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে তা না।’
অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সঙ্গে লেনদেন সুখকর নয়। তবে তাদের চাপিয়ে দেওয়া কিছু নেওয়া হয়নি। অনেকই ট্যাক্স কমিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু দেশের কথা কেউ ভাবে না।’
অর্থনীতি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ২০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ৫ জন আজারবাইজান বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিবে।
Comments