তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ৫৬ সেনা সদস্যসহ ৬৩ জন গ্রেপ্তার

তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ৩৬টি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জন সেনা কর্মকর্তাসহ মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়াত ধর্মপ্রচারক এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সাবাহ।
ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, গুলেনিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের সশস্ত্র বাহিনীর (টিএসকে) ৫৬ জন সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
আটককৃত সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন চারজন কর্নেল, আটজন লেফটেন্যান্ট কর্নেল, ১২ জন মেজর, ১৫ জন ক্যাপ্টেন এবং ২৪ জন নন-কমিশনড অফিসার/সার্জেন্ট। গ্রেপ্তারকৃত বাকিরাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য।
তুরস্ক সরকার ফেতুল্লাহ গুলেনের হিজমেত আন্দোলনকে ‘ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন’ নামে অভিহিত করে। একসময় এটি নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের একসময়ের ঘনিষ্ঠ হলেও পরবর্তীতে গুলেন তার প্রধান রাজনৈতিক শত্রুতে পরিণত হন।
২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে তুরস্ক সরকার বরাবরই গুলেনকে দায়ী করে আসছে। ওই অভ্যুত্থানে ২৫২ জন নিহত এবং ২ হাজার ৭৩৪ জন আহত হয়েছিল।
তুরস্কের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে যে, গত বছরের অক্টোবরে তাদের নেতা ফেতুল্লাহ গুলেনের মৃত্যুর পর এই গোষ্ঠীটি অস্থিরতার মধ্যে রয়েছে। গুলেনের মৃত্যুর পরও বিশ্বজুড়ে গুলেন-সমর্থকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আঙ্কারা।
Comments