
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁচা বাজারে ঢুকে পড়ে গাছবোঝাই ট্রাক। এতে ট্রাকের চাপায় বাজার করতে আসা দুজন ক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া দুটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে যাই। এ সময় ট্রাকটির চাপায় বাজার করতে আসা দুজন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনি বিষয় প্রক্রিয়াধীন।
Comments