
চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সাইবার নিরাপত্তা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই ছাত্র প্রতিনিধিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই ছাত্র প্রতিনিধি হলেন, মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত বুধবার (২১ মে) সকালে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেরাব হোসাইন পটপরিবর্তনের নয় মাস পর মানিকগঞ্জের আদালতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জন এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে, আসামিরা এই মামলার এজাহারভুক্ত ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির কথা বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।
এছাড়াও, আসামিরা 'মানিকগঞ্জ নিউজ' নামের একটি ভুয়া ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত হয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে মানহানিকর পোস্ট দিতেন। কাঙ্ক্ষিত চাঁদা না পেলে প্রাণনাশের হুমকি সহ বিব্রতকর পোস্ট করা হতো এই ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে।
সাম্প্রতিক সময়ে পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বিরকে নিয়ে 'মানিকগঞ্জ নিউজ' নামের ফেসবুক পেজে মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার (২১ মে) সদর থানায় সাব্বির বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়।
এছাড়াও 'মানিকগঞ্জ নিউজ' ফেসবুক পেজের অ্যাডমিনসহ বিভিন্ন ফেসবুক পেজের ছয়জন অ্যাডমিনকে আসামি করা হয়েছে। মামলার বাদী আনিসুর রহমান সাব্বিরের কাছে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে মামলার সূত্রে জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনের এই দুই ছাত্র প্রতিনিধিকে চাঁদাবাজি ও সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং 'মানিকগঞ্জ নিউজ' নামের একটি ভুয়া ফেসবুক পেজের সঙ্গে যোগসাজশ রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।"
Comments