Image description

টিসিবির খোলা ট্রাকে পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে স্বল্প আয়ের মানুষ। তাদের অভিযোগ এমনিতেই বাজারে দাম বেশি তার ওপর সরকারিভাবে মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। টিসিবি বলছে, সরকারি ভর্তুকি কমাতেই ট্রাকের পণ্যের দাম বাড়ানো হয়েছে। তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য কিনতে পারবেন।

বৈরী আবহাওয়ায় পণ্য বিক্রিতে সমস্যা হলেও বৃষ্টি কমতেই টিসিবির ট্রাকের পেছনে  ভিড় জমে যায়। উদ্দেশ্য বাজারের চেয়ে কম দামে তেল, চিনি, ডাল কেনা।  

পণ্য কিনতে ভোক্তাদের আগ্রহ থাকলেও দামে স্বস্তি মিলছে না। গুণতে হচ্ছে আগের চেয়ে বেশি টাকা। ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৩৫ টাকায়। যা আগে ছিল ১০০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকা আর চিনির মূল্য দিতে হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা কেজি।

টিসিবি বলছে, কিছুটা দাম বাড়লেও একটি ট্রাকে মোট ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকছে। তবে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডধারীরা আগের মতো ১০০ টাকা লিটারে সয়াবিন তেল, ৬০ টাকায় মসুর ডাল ও ৭০ টাকায় চিনি কিনতে পারবেন।

টিসিবি ডিলারদের স্থায়ী দোকানের পাশাপাশি সারাদেশে ৬৯০ টি খোলা ট্রাকে পণ্য বিক্রি চলবে ৩ জুন পর্যন্ত।