Image description

অনুমোদনহীনভাবে জমি বিক্রির অভিযোগে সাভারে 'রেলিক সিটি' নামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২২ মে) পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির অফিস উচ্ছেদ করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

রাজউকের তথ্যমতে, 'রেলিক সিটি' ডেভেলপার কোম্পানিটির কোনো বৈধ নিবন্ধন নেই। মাত্র ১০ বিঘা জমি বায়না করেই প্রায় ২৭০০ একর এলাকা 'লে-আউট' দেখিয়ে বিভিন্ন দামে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং বৈধ কাগজপত্রের অনুপস্থিতির প্রেক্ষিতে রাজউক এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

রাজউক জানায়, অভিযানে 'রেলিক সিটি'র সব সাইনবোর্ড ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এই নামে বা পদ্ধতিতে কোনো কার্যক্রম চালাবে না মর্মে প্রতিষ্ঠানটির কাছ থেকে একটি অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমারন, রাজারবাগ, কমলাপুর, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া ও বিলঘাবিল মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পের লে-আউটে এই মৌজাগুলো অন্তর্ভুক্ত থাকলেও রাজউক বলছে, এসব জমি মূলত সাধারণ জলাধার ও কৃষি জমি হিসেবে সংরক্ষিত।

রাজউকের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে নোটিশের জবাব না পাওয়ায় এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।