Image description

নাটোরের বড়াইগ্রামে ঝড়বৃষ্টির সময় পুরোনো ইটের দেয়ালের নিচে চাপা পড়ে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

বিথি ওই গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকের বড় মেয়ে এবং আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে বিথি বাড়ির দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। সে সময় বাতাসের চাপে হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে। এতে বিথি দেয়ালের নিচে চাপা পড়ে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিথির চাচা শাহ আলম জানান, বিথি ছিল বাবা-মায়ের বড় সন্তান। সে মেধাবী ও বিনয়ী ছিল এবং লেখাপড়া শিখে শিক্ষক হতে চেয়েছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গ্রাম জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।