Image description

উচ্চ আদালতের রায় সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

সোমবার (১৯ মে) নগর ভবনের সামনে দায়িত্ব হস্তান্তরের দাবিতে দক্ষিণ ঢাকার বাসিন্দাদের আন্দোলনের মধ্যেই ইশরাক হোসেন তার স্ট্যাটাসে লেখেন, ‘মেয়র-ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।’

তিনি আরও লেখেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের স্বার্থে তিনি দীর্ঘ সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছেন। তার মতে, ঢাকায় বিএনপির মেয়রকে আটকানোর সর্বাত্মক চেষ্টা আগামী জাতীয় নির্বাচনে সরকারের ভূমিকা স্পষ্ট করে তুলেছে।

ইশরাক হোসেন নিরপেক্ষতা বিসর্জন দেওয়া কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানান। তিনি অভিযোগ করেন, তারা বিচারকদের হুমকি, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ এবং উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছেন। আমলাতন্ত্রের একটি অংশ সরকারের সঙ্গে যোগসাজশে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র করছে বলেও তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, লড়াই এখনও শেষ হয়নি। দাবি আদায় অথবা আল্লাহর নির্ধারিত স্থানে শায়িত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানান।