
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে রেমিট্যান্স পাঠাতে হলে এখন থেকে ৫ শতাংশ হারে কর গুনতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত একটি বিল দেশটির আইনসভা কংগ্রেসে উত্থাপন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ট্রাম্পের প্রস্তাবিত ‘বড় সুন্দর’ নামের এই বিলটি গত শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়। রবিবার ওই কমিটির ভোটাভুটিতে ১৬-১৭ ভোটের সামান্য ব্যবধানে বিলটি পাস হয়েছে।
বাজেট কমিটিতে ছাড়পত্র পাওয়ার পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে ভোটের জন্য উঠবে। সেখানে এবং উচ্চকক্ষ সিনেটেও যদি বিলটি পাস হয়, তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীদের জন্য দেশে অর্থ পাঠানো আরও ব্যয়বহুল হয়ে পড়বে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই করের আওতায় আনা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সকল অভিবাসীকে। গ্রিনকার্ডধারী কিংবা এইচ-১বি ভিসাধারীরাও এই করের আওতার বাইরে নন।
১ হাজার ১১৬ পৃষ্ঠার এই বিলটিতে করের ক্ষেত্রে কোনো সর্বনিম্ন বা ছাড়ের সীমা উল্লেখ করা হয়নি। অর্থাৎ, যত সামান্য পরিমাণ অর্থই পাঠানো হোক না কেন, ৫ শতাংশ কর প্রযোজ্য হবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
এই নতুন বিল নিয়ে খোদ ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেও বিভেদ দেখা দিয়েছে। বাজেট কমিটির ভোটাভুটির সময় ডেমোক্রেটদের পাশাপাশি পাঁচজন রিপাবলিকান এমপিও বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদ ও সিনেটের ভোটেও একই চিত্র দেখা যেতে পারে।
Comments