
জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় গাজা উপত্যকার ৯২ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সংস্থাটি এই ধ্বংসযজ্ঞকে ‘অকল্পনীয়’ বলে উল্লেখ করেছে। সোমবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
ইউএনআরডব্লিউএ আরও জানায়, গাজার অগণিত পরিবার বারবার বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে আশ্রয়ের অভাব তীব্র আকার ধারণ করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার (১৮ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
তবে ইসরায়েল জানিয়েছে, তারা হামাসকে এই ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না এবং ত্রাণ যাতে হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সংকটের তীব্রতা কমাতে ইসরায়েলের ওপর ক্রমশ বাড়ন্ত আন্তর্জাতিক চাপের ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
Comments