
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে এক রাতে দুটি হত্যার ঘটনা ঘটেছে। একটি ঘটনায় নিহত হয়েছেন একজন শিক্ষার্থী, আরেক ঘটনায় নিহত হয়েছেন এক ফটোগ্রাফার। শুক্রবার (১৬ মে) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা দুটি ঘটে।
মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলিতে রাত ৮টার দিকে দাঁড়িয়ে ছিলেন নুর ইসলাম (২৬)। তিনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে। পরে রাত ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে নুর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক। নুর ইসলামও জীবন বাঁচাতে ছুটতে থাকেন। তবে শেষ রক্ষা হয়নি। এ সময় তাঁর কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজন কাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে।
এদিকে, রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডির জিগাতলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. আলভী (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। আশরাফুল একই বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু ও আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তাঁরা হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকায় থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
Comments