Image description

গত ছয় মাসে গাজীপুরে অগ্নিকাণ্ড হয়েছে চার শতাধিক। বেশিরভাগই ঝুট গুদামে। কিন্তু এসব গুদামে নেই নির্বাপণের কোনো ব্যবস্থা। এ ছাড়া গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেও ঘটছে অগ্নি দুর্ঘটনা।

সম্প্রতি জয়দেবপুরে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ পাঁচ জনের। ঘনবসতি, পানির অভাব আর সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

শিল্প অধ্যুষিত গাজীপুরের কোনাবাড়ীতে গত তিন মে ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের একটি সুতার কারখানা ও কয়েকটি বসত বাড়িতে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় মেশিন, সুতাসহ অন্যান্য জিনিস। এতে সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয় বলে জানান জান্নাতুল এন্টারপ্রাইজের ম্যানেজার মো. শামীম হোসেন।

একই দিন টঙ্গিতেও ঘটে অগ্নিকাণ্ড। জেলায় গত ছয় মাসে আগুন লেগেছে অন্তত ৪১২ বার।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, গাজীপুরে গত ছয় মাসে চার শতাধিক অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে বেশিরভাগই ঝুট গুদামে ঘটে। এ গুদামগুলোতে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া সরু রাস্তা এবং অনেক আবাসিক এলাকায় কল-কারখানার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।