
সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামের এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।
বুধবার (১৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি ১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত ছিলেন। তার সদস্য নম্বর ১০৩১৫৭।
বিজিবি সূত্রে জানা গেছে, শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় থাকতেন সালেহ। প্রতিদিনের মতো বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে নিজ কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comments